মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

বিভিন্ন ক্ষেত্র সংস্কারে ইউএনডিপির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

রিপোর্টারের নাম / ৩৬৭ সময়
হালনাগাদ : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, কর প্রশাসন এবং ভূমি নিবন্ধনের মতো বিস্তৃত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সমর্থন চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৮ আগস্ট) ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের প্রয়াসে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের ফল সত্যিকার অর্থে জনগণকে উপভোগ করতে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ সংস্কার চালু করতে হবে

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের অবিলম্বে সুদূরপ্রসারী ডিজিটালাইজেশন করতে হবে। যাতে সহজে এক নাগরিক ট্যাক্স এবং ভূমি প্রশাসনে নাগরিক কর দিতে পারে। কোনো ঝামেলা ছাড়াই তাদের জমি ও সম্পত্তি বিক্রয় নিবন্ধন করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ট্যাক্স অফিসে যেতে হবে কেন? ট্যাক্স রিটার্ন দাখিল করতে কাউকে ট্যাক্স অফিসে যেতে হবে না।

অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেন, দেশের আইনের শাসন নিশ্চিত করতে একটি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। সরকার বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের সংস্কারের জন্য ইউএনডিপির সহায়তাও চাইবে।

ছাত্র-জনতার বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, সবকিছুকে চ্যালেঞ্জ করার জন্য এটি একটি ভালো উপলক্ষ্য। এগুলো হল সুযোগ। আমাদের খুঁজে বের করতে হবে কীভাবে সিস্টেমগুলোকে পুনর্গঠন করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর