বরিশালে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৪,জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সকল প্রতিবন্ধকতা নিরসন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮) সেপ্টেম্বর বেলা ১০ টায় নগরীর নবগ্রাম রোডস্থ বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যলয়ে বরিশাল জেলা প্রশাসক ও জেলা প্রাণিসম্পদ কার্যলেয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা.মো. লুৎফর রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাইক্রোবায়েলজি বিভাগ, এন্ড পাবলিক হেলথ,(পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাস প্রফেসর ড. ফারজানা ইসলাম রুমি, পিএইচডি, এফডিআইএল প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. মো. নুরুল আলম,
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ মাইক্রোবায়েলজি সহযোগী অধ্যাপক এস এম আকবর কবীর প্রমুখ। এর পূর্বে জেলা প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে উক্ত এলাকায় এক বণ্যাঢ্য র্যালি নবগ্রাম এলাকার সড়ক প্রদক্ষিণ করে কার্যলয় এসে শেষ হয়।