বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

বরগুনার সন্তান তোফাজ্জল হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন সমাবেশ

রিপোর্টারের নাম / ৩৩৪ সময়
হালনাগাদ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বৃহত্তর বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান তোফাজ্জলকে গত ১৮ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একদল সন্ত্রাসী নৃশংসভাবে পিঠিয়ে হত্য করার প্রতিবাদে সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার (২৮) সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে পূস্পকলি শিশু সংঘঠন ও বরিশালস্থ সকল বরগুনাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

 

 

পূস্পকলি শিশু সংগঠনের সভাপতি শামিমা সুলতানার সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন এসিন্টান কন্টোলর একে আজাদ,মনির হাওলাদার,মোঃ হাসান, মোঃ বেল্লাল সহ বিভিন্ন কলেজ শিক্ষক বৃন্দ ও বরগুনা এলাকাবাসী ।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অভ্যন্তরে মানসিক ভারসাম্যহীন বরগুনার পাথরঘাটায় বাড়ি তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়।

বিচারবহির্ভূত হত্যাকান্ড কোনভাবেই কাম্য না। একটা মানুষকে চোর সন্দেহে এভাবে নির্মমভাবে হত্যা করা কোন মানুষের কাজ না।

এমন নৃশংস ঘটনার তীবৃ নিন্দা ও প্রতিবাদ জানাই। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা চাই শুধু গ্রেপ্তার নয়, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর