সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৫

রিপোর্টারের নাম / ৩৪৪ সময়
হালনাগাদ : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) উদ্ধারকাজে নিয়জিত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বাসটি ৩০ জন যাত্রী নিয়ে হাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পানা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কি কারণে বাসটি খাদে পড়ে গেছে তা এখনো জানা যায়নি।

 

কাহুতাস স্টেশনের হাউজ অফিসার মুহাম্মাদ জাকা বলেছেন, আজাদ পাটান রোডের কাছে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে।

 

পুলিশ, প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ও বাস থেকে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক শরীফও শোক প্রকাশ করেছেন। মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন।

 

তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পাঞ্জাব সরকারের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তার শোক প্রকাশ করেছেন ও প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর